
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে ডেমোক্রেটস জো বাইডেন ও কমালা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। মঙ্গলবার তার প্রধান স্টাফ একথা জানান। খবর এএফপি’র।
ফ্রাডি ফোর্ড টুইটার বার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট এবং মিসেজ বুশ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে ক্যাপিটলে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের গণতন্ত্রের প্রতীক হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। এক্ষেত্রে কখনো ব্যতয় ঘটতে দেখা যায়নি। তবে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটা একটা খোঁচা বলে মনে করা হচ্ছে এবং তিনি বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা নিশ্চিত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।