আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। বাইডেনের এই জয়ে, ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের টুইটার অ্যাকাউন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কারণ ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন আর্চার।
২০১৪ সালের ৪ অক্টোবর একটি টুইটে আর্চার লিখেছিলেন-‘জো!’ ছয় বছর আগে আর্চারের করা সেই স্ট্যাটাস নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।
একজন লিখেছেন, ‘বাইডেন প্রেসিডেন্ট হবেন, ছয় বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আর্চার।’
আরও একজন লিখেছেন, ‘আমি আগেই বলেছিলাম, আর্চার একজন টাইম ট্রাভেলার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


