জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে ‘বাকিতে বেচা মাংসের টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে’ আল আমিন (২৫) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানা খড়িয়া এলাকার চাঁদ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার রবিউল সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের বাবা রবিউল সর্দার একজন মাংস বিক্রেতা। একই এলাকার আসাদুল নামের এক ব্যক্তির কাছে ২ কেজি মাংসের ১৫শ টাকা বকেয়া পেতেন রবিউল সর্দার। রোববার সন্ধ্যায় সেই পাওনা টাকা চাইতে গেলে আসাদুল ও তার দুই ছেলে আকাশ এবং আকুলসহ বেশ কয়েকজন মিলে আল আমিনকে ধরে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় আলামিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আল আমিন মারা যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।