জুমবাংলা ডেস্ক : মাছের দোকানে বাকির টাকা তুলতে এক ব্যতিক্রমী হালখাতার আয়োজন করেছে এক মাছ বিক্রেতা। শনিবার নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে মাইকিং করে এই ব্যতিক্রমী হালখাতার আয়োজন করা হয়।
জানা গেছে, ওই মাছ বিক্রেতার নাম পাঁচি বেগম। তবে এলাকায় সে পাঁচি বুবু নামেই পরিচিত। শনিবার সকাল থেকে এই মাছ বিক্রেতা তার দোকানের বাকি টাকা তুলতে ওয়ালিয়া গ্রামে মাইকিং করে। মাইকে বলা হয়, সু-খবর,সু-খবর। পাঁচি বুবুর মাছের দোকানে হালখাতা। যে সকল ভাইয়েরা পাঁচি বুবুর দোকানে বাকিতে মাছ খেয়েছেন তাদের হালখাতা করার জন্য বলা হলো।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ৩ টার দিকে ওয়ালিয়া মাছ বাজারে মাছ ব্যবসায়ী পাঁচি বেগম তার দোকানে রঙ্গিন চাঁদোয়া ও লাল-নীল আলোক সজ্জা দিয়ে প্যান্ডেল সাজিয়েছেন। যারা তার দোকানে হালখাতা করছেন তাদের তিনি মিষ্টি মুখ করাচ্ছেন।
ব্যতিক্রমী এই হালখাতা সম্পর্কে জানতে চাইলে এই মাছ ব্যবসায়ী জানান, তিনি গরীব একজন মাছ ব্যবসায়ী। জীবিকার তাগিদে তিনি এই মাছের ব্যবসা করেন। তার দোকান থেকে অনেকে মাছ বাকিতে কিনেছেন। তার দোকানে এখন মোট প্রায় ৫০ হাজার টাকা বাকি। কিন্তু বাকি টাকা চাইলে খরিদ্দাররা তারা আর টাকা দিতে চায়না। অনেক কে হালখাতার কার্ড দিলে তার বলে তাদের মনে নেই। তাই তিনি এই বাকি টাকা তুলতে মাইকিং করে সকলকে জানাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।