আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের ব্যাপক সুরক্ষিত গ্রিন জোনে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। রবিবার ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে একটি কাতসুয়া রকেট ছোঁড়া হয়।
পুলিশ কর্মকর্তা হাতেম আল-জাবেরি আনাদোলু এজেন্সিকে বলেছেন, ওই এলাকায় তিনটি রকেট ছোঁড়া হয়। কোনোটিই লক্ষ্যে আঘাত করেনি। তবে একটি রকেট মার্কিন দূতাবাসের কাছে একটি আবাসিক এলাকায় আঘাত হানে।
আল-জাবেরি বলেছেন, দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্য দুটি রকেটকে প্রতিহত এবং সেগুলোকে ধ্বংস করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি। ইরাকের সরকার এবং মার্কিন দূতাবাস ওই হামলার ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।
এদিকে কোনও গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি। ওই হামলার কয়েক ঘণ্টা আগে ইরাকের দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটকে লজিস্টিক ইকুইমেন্ট পরিবহনের সময় একটি বহর লক্ষ্য বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় একজন আহত ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
চলতি বছরের জানুয়ারিতে ইরানে বিপ্লবী গার্ডের এলিট ফোর্স কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হন। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হত্যাকাণ্ডের পর থেকেই দেশটিতে মার্কিন দূতাবাস লক্ষ্য হামলার ঘটনা বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

