আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরের কাছে থাকা মার্কিন বাহিনীর সামরিক সদর দফতর লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার তুর্কির সংবাদ মাধ্যম আনাদলু ইরাকি পুলিশের বরাত দিয়ে জানায়, দুটি রকেট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটে। বিমানবন্দরের সেই অংশে মার্কিন সেনাবাহিনীর সদর দফরতর রয়েছে।
পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন আহমেদ খালাফ আনাদলুকে বলেন, দুটি রকেট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। যেখানে বিমানবন্দরের সামরিক অংশে আমেরিকান বাহিনীর সদর দফতর রয়েছে।
তবে সেখানো কোনো মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, বাগদাদের পশ্চিমে আল-ফুরাত এলাকায় নিরাপত্তা বাহিনী একটি রকেট লঞ্চার পেয়েছে।
এর আগে ১৩ জুন বাগদাদের উত্তরে আল-তাজি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।