বাগদানের প্রায় ৩ বছর, কেন বিয়ে করছেন না নুসরাত ফারিয়া?

নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : দীর্ঘ সাত বছরের প্রেমের পর প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সময়ের হিসাবে সেই বাগদানের প্রায় তিন বছর হতে চলল; ২০২০ সালের মার্চ।
নুসরাত ফারিয়া
তখন নুসরাত ফারিয়া জানিয়েছিলেন বিয়ের পিঁড়িতে বসবেন ডিসেম্বরে। সেই ডিসেম্বর শেষে আরও এক ডিসেম্বর গেছে, আরেক ডিসেম্বর আসন্ন, তবু বিয়ের খবর নেই নায়িকার।

নুসরাত ফারিয়ার কাছে শোনা যাক বাগদানের এত দিন পরও বিয়ে না করার প্রশ্নের উত্তর। যদিও এই বিয়ে নিয়ে নানা গুঞ্জন আছে ঢালিউড পাড়ায়।

নুসরাত ফারিয়া বলছেন, ‘অবশ্যই বিয়ে করব এটা নিশ্চিত। এখন বিয়ে করছি না এই যা। চলতি বছর মাত্রই আমার গ্র্যাজুয়েশন শেষ হলো। আমরা দুজনই বড় হয়েছি আর্মি পরিবারে। আমাদের পরিবারে অনেক আত্মীয়স্বজন। তাদের নিয়ে বড় আয়োজন করতে হবে। এ জন্য আমাদের সময়ও দরকার। আবার আমার টানা শিডিউল ও রনির নতুন বিজনেস নিয়ে সময়ও পাওয়া যাচ্ছে না। জীবনটা উপভোগ করতে চাই আগে। তারপর আরও বড় দায়িত্ব (বিয়ে) নেব।’

বর্তমানে নুসরাত ফারিয়া কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুট করেছেন। নতুন করে তিন সিনেমার কথাবার্তা চূড়ান্ত করেছেন রেখেছেন, যার মধ্যে দুটি বাংলাদেশি, একটি কলকাতার।