Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বাগানে চা পাতা তুলতে গিয়ে চোখ ছানাবড়া শ্রমিকদের। চা বাগানের নালায় ঘুরে বেড়াচ্ছে তিনটি চিতাবাঘের শাবক!
ঘটনাটি ভারতের জলপাইগুড়ির ডুয়ার্সের গ্যান্দ্রাপাড়া চা-বাগানের। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
বানারহাট ব্লকের গ্যান্দ্রাপাড়া চা বাগানের নর্থ ডিভিশনের একটি নালায় শাবকগুলিকে দেখতে পান কর্মরত শ্রমিকেরা।
তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি বন্যপ্রাণি দফতরের কর্মীরা।
বন কর্মীরা জানান, শাবকগুলিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, চা বাগান এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে। এ কারণে শ্রমিকদের আপাতত সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।