জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের চিতলমারিতে মায়শা প্লাজা নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহদাৎ হোসেন বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে আগুন ও ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ছয়টি ইউনিট এসে আগুন নেভাতে শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।’
অগ্নিকাণ্ডের সময় ভবনের দুই এবং তিন তলায় সোনালী, কৃষি, আইএফআইসি, ব্যাংক অব এশিয়ার অফিস ছিল। চারতলায় একটি বেসরকারি ক্লিনিক এবং পাঁচতলায় আবাসিক এলাকা ছিল। ধোঁয়ায় ভবনটি আচ্ছন্ন হয়ে পড়ে এবং লোকজন বাইরে নেমে আসার সময় চারতলার সিঁড়ি দিয়ে নামার সময় এক নারী পড়ে গিয়ে মারা যান। তিনি ওই ভবনের তাপস নামে এক চিকিৎসকের বাসার গৃহপরিচারিকা ছিলেন।
ফায়ার সার্ভিসের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জের আটটি ইউনিটের সহায়তায় আমরা প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনি।’
বাগেরহাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রায়হান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের চারপাশে ধোঁয়া দেখলাম। সেখানে থাকা রোগীসহ ৮০ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়। তাদের মধ্যে যারা রোগী ছিলেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।