বাঘারপাড়া এলজিইডির কার্য সহকারীর করোনায় মৃত্যু

জুমবাংলা ডেস্ক : যশোর বাঘারপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) কার্য সহকারী অনন্ত কুমার বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাঘারপাড়া উপজেলা এলডিইডির প্রকৌশলী আবু সুফিয়ান জানান, দুই সপ্তাহ আগে অনন্ত কুমার বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় করোনার নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ আসে। পরে পরিবারের লোকজন খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে মারা যান তিনি।

আবু সুফিয়ান আরো জানান, চাকরির সুবাদে অনন্ত কুমার বিশ্বাস বাঘারপাড়া উপজেলা সদরে বসবাস করতেন। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একটি সন্তান রয়েছে তাঁর। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গ্রামের বাড়ি।