বিনোদন ডেস্ক: প্রতিদিনই তিনি চর্চায়, নুসরাত জাহানকে নিয়ে অনুরাগীদের কৌতুহল কমছেনা কিছুতেই। অন্তঃস্বত্ত্বা নুসরাতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে হইহই পড়ে গিয়েছে। শুধু রাজ্য নয়, ভারত এবং অন্য দেশের সংবাদ মাধ্যমেও নুসরাত প্রসঙ্গ আলোচনায় উঠে এসেছে। তাঁর সন্তানের পিতৃ পরিচয় এখনও জানা যায় নি। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নায়িকার বেবি বাম্পের ছবি। এরই মাঝে একটি মিম ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। যেখানে আবীর ও নুসরাতকে নিয়ে জল্পনা।
প্রসঙ্গত ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’তে জুটি বেঁধেছিলেন আবীর-নুসরাত। সম্প্রতি এই ছবির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়েছে। তা থেকেই হয়ত মিমের কথা ভেবেছেন কেউ। ছবিতে দেখা যাচ্ছে আবীর নুসরাতের দিকে চেয়ে রয়েছে, ‘আবীর নুসরাতে জিজ্ঞাসা করছেন বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, নুসরাত বলছেন আমার বাচ্চার আসল বাবাটাকে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু।’ এই মিম চারিদিকে ছড়িয়ে পড়েছে। নেটিজনেরা বারবারই আক্রমণ করছেন নুসরাতকে।
চারিদিকে কটাক্ষের মাঝেই নুসরাতের পাশে দাঁড়িয়েছেন তসলিমা নাসরিন। বিবাহিত জীবন নিয়ে জলঘোলা হলেও বিবৃতি জারি করে নিজের দিকটা স্পষ্ট করতে চেয়েছিলেন নুসরাত। যদিও বিয়ে করেন নি এই কথা বলায় চারিদিকে তাঁকে আক্রমণ করেছেন বিশিষ্ট মানুষ থেকে অনুরাগীরাও। আপাতত তাঁর মুখ থেকেই মা হওয়ার খবর পাওয়ার অপেক্ষায় সকলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



