হুয়াওয়ে মেট ৫০ প্রো স্মার্টফোনের ক্যামেরা টেস্টে অবিশ্বাস্য পারফরম্যান্স লক্ষ্য করা গেছে। আজ জুম বাংলার পাঠকদের জন্য এই স্মার্টফোনের ক্যামেরার বিবরণ এবং টেস্টের ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
হুয়াওয়ে এর এ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে। এটির অ্যাপাচার এক দশমিক চার থেকে চার পর্যন্ত সিলেক্ট করা যায়। পাশাপাশি ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা লেন্স রয়েছে। এটির অ্যাপাচার ২.২।
৩.৫ অ্যাপাচার বিশিষ্ট ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা লেন্স ইন্সটল করা হয়েছে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবেলাইজেশনের অপশন দেওয়া হয়েছে।
হুয়াওয়ে মেট ৫০ প্রো ক্যামেরা কিছু ভালো দিক
- ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে ডায়নামিক রেঞ্জ সন্তোষজনক
- ইমেজ ডিটেইলস কোয়ালিটি উন্নত মানের
- ফটোতে নয়েজ কন্ট্রোল করা সম্ভব হয়েছে
- গ্রুপ পিকচার এ ডেপথ অফ ফিল্ড সন্তোষজনক
- জুম কোয়ালিটি উন্নত মানের
- অটোফোকাস অনেক দ্রুত কাজ করে
- সূর্যের আলোতে ছবির কালার একদম নিখুঁত
এই ডিভাইসের ক্যামেরার কিছু দুর্বল দিক
- মাঝে মাঝে ছবি ক্যাপচার করতে একটু বেশি সময় লাগে
- ভিডিওগ্রাফিতে Sharpness আরেকটু ভালো হতে পারতো
DXOMARK হুয়াওয়ে এর স্মার্টফোনের ক্যামেরাকে ১৪৯ স্কোর প্রদান করেছে। এর ফলে সকল স্মার্টফোনকে ছাড়িয়ে এটি এখন এক নম্বর পজিশন দখল করে আছে। এক্সপোসার, ফোকাস সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভালো ফলাফলের জন্যই হুয়াওয়ে এর ডিভাইসটি জনপ্রিয়তা পাচ্ছে।
অটোফোকা সিস্টেমে নয়া ইনোভেশন নিয়ে এসেছে হুয়াওয়ে। পাশাপাশি ক্যামেরায় বড় আকারের সেন্সর ব্যবহার করা হয়েছে। অ্যাপাচার ইচ্ছামত পরিবর্তন করা যাচ্ছে। এ ধরনের ফিচার খুব কম স্মার্টফোনেই দেখা যায়।
কম আলোতে এটির ক্যামেরা অনেক ভালো ছবি তুলতে পারে। অনেকে দাবি করছে যে স্যামসাং থেকেও হুয়াওয়ের এই স্মার্টফোনের ক্যামেরার কোয়ালিটি উন্নতমানের। এ ডিভাইসের আরো একটি শক্তিশালী জায়গা হচ্ছে জুম কোয়ালিটি।
এটির ক্যামেরায় সুপার রেজুলেশন ও ফিউশন অ্যালগরিদম সিস্টেম যোগ করা হয়েছে। ভিডিওগ্রাফিতে 4K রেজুলেশন বজায় রেখে ৩০ এফপিএস পাওয়া সম্ভব হচ্ছে। VIVID HDR মোড অন করে ভিডিওগ্রাফি করা সম্ভব হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।