বাজারে আসছে উড়ন্ত গাড়ি। সকালে ঘুম থেকে উঠলেন। রেডি হলেন। বাসার ছাদে গেলেন। একটি উড়ন্ত ট্যাক্সি আসলো। উঠে বসলেন। আপনাকে নিয়ে উড়ে চলল। কিছুক্ষণের মধ্যে নিয়ে গেল আপনার অফিসের ছাদে। আপনার কাছে একটি কল্পনা বা রূপকথার গল্প মনে হতে পারে।
বাস্তবে এমনটা স্বপ্ন হলে আপনি কয়েক মিনিটে নিজের কর্মস্থলে পৌঁছে যেতে পারবেন। এভাবে অসহ্য যানজট সহ্য করতে হবে না। আপনার মূল্যবান সময় নষ্ট হবে না। কল্পনার মত শোনালেও এটি বাস্তবে পরিণত হতে চলেছে।
বিগত কয়েক বছর ধরে উড়ন্ত গাড়ি নিয়ে গবেষণা চলছে দ্রুত গতিতে। কয়েকটি কোম্পানি তাদের প্রোটোটাইপ নির্মাণ করার পর পরীক্ষা করেছেন। এরপর কয়েকটি গাড়ি বাজারে আনা হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে সেগুলি খুব বেশি জনপ্রিয়তা পায়নি।
সাম্প্রতিক সময়ে একটি চাইনিজ কোম্পানি নতুন মডেলের উড়ন্ত গাড়ি জনসম্মুখে নিয়ে এসেছে। প্রথম দর্শনে এটা দেখলে আপনার মনে হবে সাধারণ কোন গাড়ি। কিন্তু একটি বাটন টিপতেই পরিণত হবে উড়ন্ত গাড়িতে।
রপর এটির চারটি পাখা দৃশ্যমান হবে। এটি দেখতে অনেকটা ড্রোনের মতো মনে হতে পারে। তাই অনেকে গাড়ি এটিকে ড্রোনের সাথে তুলনা করছেন। ড্রোনের মতো চারটি পাখার উপর ভর করে উঠতে পারবে এ গাড়িটি। ইলেকট্রিক গাড়িটি চারটি পাখার উপর ভর দিয়ে চলতে পারে।
এ পাখার উপর ভর করে গাড়িটি বাতাসে ভেসে থাকে। প্রযুক্তিবিদরা গাড়িটিকে দেখে ভবিষ্যতের উড়ন্ত ট্যাক্সের কথা ভাবছেন। এ প্রজেক্ট সফল হলে ব্যস্ততম নগরীতে মানুষের জীবন আরও সহজ হয়ে উঠবে। শহরের পাশাপাশি গ্রামের মানুষ সুবিধা ভোগ করতে পারবে। জরুরী প্রয়োজনে যানজট এড়িয়ে চলার জন্য এ ধরনের প্রজেক্ট বেশ কাজে আসবে।
চলতি বছরের এ শোতে একই সঙ্গে রাস্তায় চলতে ও আকাশে উড়তে পারার ক্ষমতাসম্পন্ন সে ধরনের নতুন নতুন অটোমোবাইল আসতে পারে বলে আশা করছেন অনেকে। জানা যায়, এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শোতে জার্মান সংস্থা ফক্সওয়াগন বেশ কয়েকটি নতুন বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করবে। আরেক বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি ভার্চুয়াল ড্রাইভার-অ্যাসিস্ট ব্যবস্থাও আনছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।