বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: খুব শিগরিই বাজারে আসছে Nothing Phone 2। সম্প্রতি এই ফোন লঞ্চের তারিখ জানিয়েছে সংস্থার কার্ল পেই (Carl Pei)। Nothing Phone 1 এর উত্তরসূরি হিসাবে এই ফোন লঞ্চ হবে বাজারে।
ইতোমধ্যে ফোনের একাধিক ফিচার্স নিয়ে চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমগুলিতে। প্রসেসর সহ একাধিক ফিচার্স জানা গেলেও ব্যাটারি সংক্রান্ত বৈশিষ্ট্য জানা যায়নি।
এদিন Nothing Phone 2 এর ব্যাটারি স্পেকসও সামনে আনলেন কার্ল পেই। সংবাদসংস্থা ফোর্বস-কে দেওয়া সাক্ষাতকারে এই ফোনের লঞ্চের তারিখ এবং বেশ কিছু ফিচার্সের ইঙ্গিত দিয়েছেন তিনি। দেরি না করে চলুন জানা যাক নতুন নাথিং ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চের তারিখ।
কবে লঞ্চ হবে Nothing Phone 2?
সংস্থার সিইও কার্ল পেই জানিয়েছেন, জুলাই মাসে আনুষ্ঠানিক ভাবে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। একসঙ্গে অনেকগুলি দেশেই এই স্মার্টফোন লঞ্চ করবে নাথিং। প্রসঙ্গত Nothing Phone 1 ও গতবছর জুলাই মাসেই প্রতিবেশী দেশ ভারতে লঞ্চ হয়েছিল।
ফোনের স্পেসিফিকেশন
এই স্মার্টফোনে মিলবে 6.55 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে সঙ্গে 120 হার্টজ রিফ্রেশ রেট। মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসরের ক্ষেত্রে Nothing Phone 2 এ Snapdragon 8+ Gen 1 চিপসেট থাকতে চলেছে বলে নিশ্চিত করেছেন কার্ল পেই।
ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে থাকতে পারে 32 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। এই ফোন একাধিক স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে বাজারে আসতে পারে বলে জানা যাচ্ছে, যেমন – 8GB+ 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB।
ব্যাটারির যদি কথা বলি তাহলে Nothing Phone 2 এ মিলবে 4,700mAh ব্যাটারি ক্যাপাসিটি থাকবে বলে জানিয়েছেন কার্ল পেই। এর আগের মডেলে অর্থাৎ Nothing Phone 1 এ দেওয়া হয়েছিল 4,500mAh। দাবি করা হচ্ছে, এই প্রসেসর এবং ব্যাটারির ফলে আগের ভার্সনের থেকে 80 শতাংশ বেশি পারফরম্যান্স দিতে পারবে এই স্মার্টফোন।
তবে Nothing Phone 1 এর মতোই কী এখানেও ইন-বিল্ট LED লাইটিং (Glyph ইন্টারফেস) দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়। নাথিং ফোন 2 এর ডিজাইনে কী বদল করতে চলেছে সংস্থা তা দেখার বিষয় হবে।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।