বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মটোরোলা জি সিরিজের Moto G51 5G ভারতের বাজারে আসতে পারে আগামী ১০ ডিসেম্বর। মটোরোলা (Motorola)-এর নতুন ফোনটি কোম্পানির প্রথম ফোন যা Qualcomm Snapdragon 480 Plus SoC সহ আসা কোম্পানির প্রথম ফোন, এই স্মার্টফোন ভারতীয় বাজারে 12 5G ব্যান্ডের সাপোর্ট সহ আসা মডেল। 5G সাপোর্ট ছাড়া, Moto G51 5G ফোনের বিশেষত্বর মধ্যে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 120Hz ডিসপ্লে। ফোন 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করবে। সম্প্রতি টিপস্টার মুকুল শর্মা টুইট থেকে ভারতের বাজারে ফোনটি লঞ্চ করার তারিখ সম্পর্কে ধারণা নেওয়ো গেছে। তিনি টুইটে দাবি করেছেন যে, ১০ ডিসেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে পারে মোটোরোলার লেটেস্ট ৫জি স্মার্টফোন। যদিও মটোরোলা এখনও লঞ্চের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। যদিও আগের একাধিক রিপোর্টেও ডিসেম্বরে মটো জি৫১ ৫জি (MOTO G51 5G) লঞ্চের কথা জানা গিয়েছিল।
মটো জি৫১ ৫জি (MOTO G51 5G) এর বাংলাদেশে অনুমানিত দাম
মটো জি৫১ ৫জি (Moto G51 5G) ফোন ২৫,০০০ টাকায় বাংলাদেশের বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এটি 5G কানেক্টিভিটি সহ সবচেয়ে সস্তায় Moto G-সিরিজ ফোন হবে বলে জানা গিয়েছে। গত বছর নভেম্বরে, Moto G 5G ফোন কোম্পানির কম দামি 5G ফোন হিসাবে দেশে লঞ্চ করা হয়েছিল। গত মাসে, Moto G51 5G ফোন ইউরোপে লঞ্চ করা হয়েছিল যার দাম EUR 229.99 (প্রায় ১৯,৬০০ টাকা) থেকে শুরু হয়।
MOTO G51 5G এর স্পেসিফিকেশন
ফোনটির ইন্ডিয়ান ভ্যারিয়্যান্টের ফিচার্স এখন জানা যায়নি, তবে ইউরোপে Moto G51 5G ফোনে 6.8-ইঞ্চি ফুল-এইচডি+ (1,080×2,400 পিক্সেল) ম্যাক্স ভিশন ডিসপ্লে 20:9 আসপেক্ট রেশিও এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। ফোন 8GB পর্যন্ত RAM এর সাথে স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর দেওয়া হয়েছে। CPU থাকছে Octa-core (2×2.2 GHz Kryo 460 & 6×1.8 GHz Kryo 460)। ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে একটি f/1.8 লেন্স সহ একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে৷ Moto G51 5G ফোনে ফ্রন্টে ১৩-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে, যেখানে f/2.2 লেন্স দেওয়া। এটি 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ প্যাক করে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যেতে পারে। OS সিস্টেম হিসেবে রয়েছে Android 11 । বাজারে তিন রং-এ পাওয়া যাবে ফোনটি। যথা- Indigo Blue, Bright Silver, Aqua Blue। ফোনে 10W চার্জিং সাপোর্টের সাথে 5,000mAh ব্যাটারিও রয়েছে।
Motorola Moto E30: কম বাজেটে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরসহ সেরা ফিচারের ফোন মোটো ই৩০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।