চমৎকার ফিচারসহ বাজারে আসছে Vivo X80 Lite

Vivo X80 Lite

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো Vivo তাদের Vivo X80 Lite নামের একটি ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে। এই বিষয়ে তাৎপর্যপূর্ণ তথ্য ফাঁস করে এদিন টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, এই হ্যান্ডসেটটি Vivo S15 Pro-এরই রিব্র্যান্ডেড ভার্সন হবে, যা এই বছরের শুরুতেই চীনে রিলিজ পেয়েছে। সেক্ষেত্রে দুটি ফোনেই একই রকম ফিচার থাকবে বলে আশা করা যায়। ফোনটি মিড রেঞ্জে আসবে
Vivo X80 Lite
GFC সার্টিফিকেশন সাইটে উপস্থিত হল Vivo X80 Lite

সম্প্রতি এই ভিভো এক্স৮০ লাইট কে গুগলের সাপোর্টেড ডিভাইসগুলির তালিকায় দেখা গেছে, যেখানে এর মডেল নম্বর ছিল V2208। এছাড়াও এটি GFC সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন পেয়ে গেছে। সুতরাং আশা করাই যায় খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে ভিভো এক্স-৮০ লাইট হ্যান্ডসেটটি। অবশ্য এই লিস্টিং থেকে ডিভাইসটি সম্পর্কে সেরকম কোনো উল্লেখযোগ্য তথ্য সামনে আসেনি।

তবে টিপস্টার, অভিষেক যাদবের মতে ভিভো এক্স৮০ লাইট ডিভাইসটি ভিভো এস ১৫-র রিব্রান্ডেড ভার্সন হবে। ফলে এতে ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৩৭৬ পিক্সেল) AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৫০০ নিট। মনে করা হচ্ছে এটি অ্যান্ড্রোয়েড ১২ ভিত্তিক অরিজিন ওএস কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। তবে আমাদের অনুমান যে, গ্লোবাল মার্কেটে মুক্তি পাওয়ার পর এটিতে ফানটাচ ওএস থাকবে।

এছাড়া Vivo X80 Lite -এ পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৮১০০ চিপসেট। এটি ৮ / ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ আসবে। ফটোগ্রাফির জন্য এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। আবার পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X80 Lite ফোনে ৮০ ওয়াট চার্জার-সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আর সিকিউরিটির জন্য থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

যেহেতু শোনা যাচ্ছে Vivo X80 Lite খুব শীঘ্রই লঞ্চ হবে, তাই আশা করাই যায় কয়েক দিনের মধ্যে এই হ্যান্ডসেটটি সম্বন্ধিত আরো তথ্য সামনে আসবে।

হোয়াটসঅ্যাপের ত্রুটি খুঁজে পুরস্কার পেল এক মেয়ে, আপনিও পেতে পারেন লাখ টাকা