এ বছরের জুলাই মাসে কিছু নজরকাড়া স্মার্টফোন বাজারে লঞ্চ হতে যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে চারটি ব্র্যান্ড তাদের নতুন স্মার্টফোন মার্কেটে রিলিজ করতে যাচ্ছে। নাথিং, অপো, অনর এবং ইনফিনিক্স এর মত জনপ্রিয় ব্র্যান্ড ভারতে তাদের স্মার্টফোন রিলিজ করবে। তবে অনর ব্র্যান্ডের স্মার্টফোন চীনে রিলিজ করা হবে।
Nothing Phone 2
জুলাই মাসের ১১ তারিখে নাথিং ফোন টু স্মার্টফোনটি উন্মোচন করা হবে। স্মার্টফোনটিতে শক্তিশালী চিপসেট ব্যবহার করা হবে। আগের মডেলের ফোনের মতোই এখানে Glyph ইন্টারফেস এবং এলইডি লাইটের ডিজাইন দেখা যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেট দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ২৪১২ গুণ ১০৮০ পিক্সেলের রেজুলেশন, পঞ্চাশ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণ ও ৪৭০০ মেগাহার্জ ব্যাটারির ফিচার দেওয়া থাকবে।
Oppo Reno 10 Series
oppo reno 10 সিরিজটি জলাই এর ১০ তারিখে ভারতে লঞ্চ হওয়ার কথা। এ লাইন আপের গ্লোবাল সংস্করণে তিনটি মডেল রয়েছে। রেনো ১০ এবং ১০ প্রো ডিভাইসে যথাক্রমে snapdragon 778g এবং ডাইমেনসিটি 7050 চিপসেট দেওয়া থাকবে। স্মার্টফোনে ৮০ ওয়াট এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। তবে রেনো ১০ প্রো প্লাস স্মার্টফোনটির গ্লোবাল ভার্সন এবং চাইনিজ মডেল একই।
Honor Magic V2
Honor Magic V2 স্মার্টফোনটি ১২ জুলাই বুধবারে চীনে অফিশিয়ালি রিলিজ হতে যাচ্ছে। ম্যাজিক ভি এবং ম্যাজিক ভিএস স্মার্টফোনের পর এটি ব্র্যান্ডের তৃতীয় ফোল্ডেবল স্মার্টফোন। এই ডিভাইসটি সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তবে এখানে দুটি ভ্যারিয়েন্ট আপনি প্রত্যাশা করতে পারেন। একটি ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 এবং অন্য ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দেওয়া থাকার কথা।
Infinix Hot 30 5G
Infinix Hot 30 5G স্মার্টফোনটি ১৪ জুলাই শুক্রবার ভারতে রিলিজ করা হবে। ডিভাইসটির ব্রাইটনেস ৫৮০ নীট পর্যন্ত দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকবে এবং ৬০০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা এটি পরিচালিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।