বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী দামের নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে এলো। এই স্কুটার এনেছে ই-স্প্রিন্টো নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান। দুইটি মডেল আনা হয়েছে। যা রাপো ও রোমি নামে পরিচিত।
এই দুই ই-স্কুটারের প্রোডাক্ট লাইনআপে রয়েছে মোট ছয়টি মডেল এবং ১৮টি ভ্যারিয়েন্ট। আকর্ষণীয় বিষয়টি হল দুইটি ইলেকট্রিক স্কুটারেরই দাম খুব কম। এদের মধ্যে ই-স্প্রিন্টো রাপো ইলেকট্রিক স্কুটারটি পাওয়া যাবে ভারতে ৫৫ হাজার রুপি। অন্যদিকে ই-স্প্রিন্টো রোমি মডেল কেনা যাবে ৬৩ হাজার রুপিতে।
ই-স্প্রিন্টো রাপো ইলেকট্রিক স্কুটার
এই ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে লিথিয়াম/লিড ব্যাটারি, যা ইক্যুইপ করা হয়েছে একটি পোর্টেবল অটো কাটঅফ চার্জারের সঙ্গে। স্কুটারের পাওয়ারের জন্য রয়েছে ২৫০ ওয়াটের বিএলডিসি হাব মোটর। যা আইপি ৬৫ ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত।
এই স্কুটারের সর্বাধিক স্পিড ঘণ্টায় ২৫ কিলোমিটার। এক চার্জে ১০০ কিলোমিটার মাইলেজ দিতে পারে।
ফ্রন্ট সাসপেনশনে রয়েছে টেলিস্কোপিক হাইড্রোলিক। রিয়ার সাসপেনশনে দেওয়া হয়েছে কয়েল স্প্রিং থ্রি-স্টেপ অ্যাডজাস্টেবল মেকানিজম।
ই-স্প্রিন্টো রোমি ইলেকট্রিক স্কুটার
রোমি স্কুটারটিতেও রয়েছে একটি লিথিয়াম/লেড ব্যাটারি ও তার সঙ্গে দেওয়া হচ্ছে পোর্টেবল অটো কাট অফ চার্জার। ২৫০ ওয়াট বিএলডিসি হাব মোটর থাকছে। যা আইপি ৬৫ ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত। স্কুটারটির সর্বাধিক স্পিড ঘণ্টায় ২৫ কিলোমিটার। এক চার্জে এই ইলেকট্রিক স্কুটার ১০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
এই দুই ইলেকট্রিক স্কুটারেই রিমোট লক/আনলক, রিমোট স্টার্ট, ইঞ্জিন কিল সুইচ/চাইল্ড লক/পার্কিং মোড এবং ইউএসবি বেসড মোবাইল চার্জিং দেওয়া হয়েছে।
এছাড়াও থাকছে ডিজিটাল কালারফুল ডিসপ্লে, যা ব্যবহারকারীদের ব্যাটারি স্ট্যাটাস, মোটর ফেলিওর, থ্রটল ফেলিওর এবং কন্ট্রোলার ফেলিওর সম্পর্কে তথ্য দেখাতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।