শক্তিশালী ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা
Advertisement
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই প্রথম শক্তিশালী ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা। এগুলো হবে ৫০০ থেকে ৭০০ সিসির। ২০২৫ সালে সড়কে দেখা যাবে এই বাইক।
ভারতে হোন্ডার পরিচালক শিনজি আওয়ামা জানিয়েছেন, কোম্পানি ‘ফান টু ড্রাইভ’ বা মজাদার অভিজ্ঞতা দেবে এমন একটি ইলেকট্রিক বাইক আনার পরিকল্পনা করছে।
তিনি আরও জানান, তাদের নতুন উদ্ভাবনে ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক আনবে কোম্পানি। দুইটি সিলিন্ডারের বাইক হবে এই মডেল।
তবে এই প্রথমবার নয়, আগেই এই বিষয়ে ঘোষণা করেছিল কোম্পানি। মার্চেই হোন্ডা জানিয়েছিল, ২০২৪ সালের মার্চের মধ্য়ে দুইটি ইলেকট্রিক বাইক লঞ্চ করবে।
হোন্ডার নতুন এই ইলেকট্রিক বাইকের ব্যাটারি ঘরে বসেই চার্জ দেওয়া যাবে।
ইতিমধ্যে ভারতে ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে হোন্ডা। দেশটির কর্ণাটকের নারসারাপুরায় ইলেকট্রিক বাইক তৈরির একটি প্লান্ট তৈরি করেছে কোম্পানি। হোন্ডার পরিকল্পনার রয়েছে, ২০৩০ সালের মধ্যে এই ইউনিট থেকে ১০ লাখ ইলেকট্রিক বাইক তৈরি করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




