লজ্জা নয়, বাজারে বসেই ব্রকলি বিক্রি করছেন শিক্ষিত যুবক
জুমবাংলা ডেস্ক : সচারচর এই রকম দৃশ্য দেখা যায় না যে, হাটে বসে একজন শিক্ষিত যুবক তার নিজের উৎপাদিত ব্রকলি বিক্রি করছেন। তিনি শিক্ষিত হয়েও বাজারে বসে ব্রকলি বিক্রি করছেন এটি অনেক সাহসিকতার ব্যাপার। আব্দুল আলিম পাঁচবিবির উচাই কৃষি কলেজ থেকে কৃষি বিষয়ে ডিপ্লোমা করেছেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবিতে ব্রকলির ব্যাপক পরিমাণে চাষ করছেন। পরে তিনি স্থানীয় এনজিও জাকস অফিস থেকে ব্রকলি চাষের জন্য চারা ও বীজ সংগ্রহ করেন। তারপর তিনি ৯ কাঠা জমির উপর ব্রকলি চাষ শুরু করেন। ব্রকলি চাষে অনেক লাভবান হবে বলে আশা করছেন।
আব্দুল আলিম বলেন, আমার পরিবারে ১ ছেলে, ১ মেয়ে ও বাবা মা আছেন। কীটনাশক ছাড়া ব্রকলি চাষ করায় খেতে অনেক সুস্বাদু। এবং বাজারে লোকজনের কাছে এর অনেক জনপ্রিয়তা রয়েছে। সরকারের কাছ থেকে সহযোগিতা পেলে আমি কীট নাশক ছাড়াই প্রাকৃকিত উপায়ে আরও বিভিন্ন ধরণের সবজির চাষ শুরু করার ইচ্ছা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, আব্দুল আলিম নিজের জমিতে ব্যাপক পরিমাণে ব্রকলি চাষ করছেন। তিনি কোন রকম কীট নাশক চারাই ব্রকলি চাষ করছেন। এ বছর তিনি প্রচুর পরিমাণে ব্রকলি বাজারজাত করে লাভবান হবেন বলে আশা করছেন। তিনি প্রতিটি ব্রকলি ১০-২০ টাকা দরে বিক্রি করছেন। এখন পর্যন্ত তিনি প্রায় ৮ হাজার টাকার ব্রকলি বিক্রয় করেছেন। তাছাড়া তিনি উপজেলার বিভিন্ন হাট বাজারেও পাইকারদের কাছে ব্রকলি বিক্রি করছেন। তিনি নিজেও বাজারে এই সবজি বিক্রি করে থাকেন।
কীভাবে চিনবেন মিষ্টি ও রসালো তরমুজ? কেনার আগে মনে রাখবেন যেসব বিষয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।