বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্ববাজারে রগ ৫এস সিরিজের স্মার্টফোন উন্মুক্ত করে আসুস। ২০২১ সালের আগস্টে রগ ৫এস সিরিজের স্মার্টফোন উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। তবে সে সময় ভারতসহ অনেক বাজারে সেগুলো প্রবেশ করতে পারেনি। এ অঞ্চলের জন্য সম্প্রতি নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস।
আসুস রগ ৫এস ও ৫এস প্রো নামে স্মার্টফোনগুলো আনা হয়েছে। ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এগুলোর উন্মোচন করা হয়েছে। বৈশিষ্ট্যের দিক থেকে দুটি স্মার্টফোন এক রকম হলেও মেমোরি ও ডিজাইনের দিক থেকে স্মার্টফোনগুলো আলাদা।
আসুস রগ ৫এস সিরিজের স্মার্টফোনগুলোয় স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর ও অ্যাড্রেনো ৬৬০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) দেয়া হয়েছে। ৫এসে ১২ জিবি এলপিডিডিআরফাইভ র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ রয়েছে। ৫এস প্রো স্মার্টফোনে ১৮ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
দুটি মডেলেই ৬ দশমিক ৭৮ ইঞ্চির সুপার ফ্লুইড ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১০৮০X২৪৪৮ পিক্সেল, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, টাচ লেটেন্সি ২৪ মিলিসেকেন্ড, টাচ স্যাম্পলিং রেট ৩০০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১২০০ নিটস। ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস দেয়া হয়েছে।
অপারেটিং সিস্টেম হিসেবে স্মার্টফোনগুলোয় অ্যান্ড্রয়েড ১১ ও রগ ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। অডিওর জন্য স্মার্টফোন দুটির সম্মুখে সেভেন ম্যাগনেট স্টেরিও স্পিকারের সঙ্গে ডিরাক এইচডি সাউন্ড ফিচার দেয়া হয়েছে। ডিভাইসগুলোয় ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে। উন্নত অভিজ্ঞতা প্রদানে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ারে একে ভাগ করা হয়েছে। ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ৩০ মিনিটে ৭০ শতাংশ চার্জ দেয়া সম্ভব। ফটোগ্রাফির জন্য ডিভাইসগুলোয় ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সম্মুখে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে।
স্মার্টফোনগুলোয় ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ডিরেক্ট, ব্লুটুথ ৫.২, এনএফসি, ইউএসবি টাইপ সি ও ৩ দশমিক মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। এতে জিএনএসএস জিপিএস, গ্লোনাস, গ্যালিলেও, বেইদু, এক্সিলারোমিটার, ই-কম্পাস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট, আন্ডারডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টসহ একাধিক ফিচার রয়েছে।
রগ ৫এসের দাম ৪৯ হাজার ৯৯৯ রুপি এবং ৫এস প্রোর দাম ৭৯ হাজার ৯৯৯ রুপি।
সূত্র: গিজমোচায়না ও গ্যাজেটস থ্রিসিক্সটি
নোকিয়ার ফিচার ফোনে ৪ জিবি র্যাম, একবার চার্জে চলবে ১৮ দিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।