যদি কখনো এরকম হয় যে আইফোনের বাটন কাজ করছে না কিন্তু ডিভাইসটি রিস্টার্ট দেওয়া প্রয়োজন তখন কিছু মেথড অবলম্বন করে আপনি তা করতে পারেন। জুম বাংলার পাঠকদের জন্য এই বিশেষ মেথড নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।
ডিভাইসে ছোটখাটো কোন ইস্যু তৈরি হলে সাধারণত রিস্টার্ট দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। অথবা মোবাইলটি বন্ধ করে পুনরায় চালু করার পরামর্শ দেওয়া হয়। বাটন কাজ করলে রিস্টার্ট দেওয়া খুবই সিম্পল কাজ।
যদি ডিভািইসটির বাটন কাজ না করে তখন এই বিষয়টি কঠিন হয়ে দাঁড়ায়। সর্বপ্রথম আপনার আইফোনের সেটিং অপশনে চলে যান। সেটিং থেকে জেনারেল মেনু নির্বাচন করুন। এরপর শাটডাউন অপশনে ট্যাপ করুন।
পরবর্তী সময়ে আপনি ’পাওয়ার অফ’ নামে একটি স্লাইডার অপশন দেখতে পারবেন। আপনার পরবর্তী কাজ হবে বাম থেকে ডান দিকে এটি স্লাইড করে নিয়ে যাওয়া। পরবর্তী স্টেপে আপনাকে ৩০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এরপর ডিভাইসটি বন্ধ হয়ে যাবে। আইফোনটি চালু করতে ডিভাইসটি চার্জে লাগিয়ে নিন। আপনি আইফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি এর সহায়তা নিয়েও ফোনটি রিস্টার্ট দিতে পারেন।
তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে ডিভাইসটি আইওএস ১৬ অপারেটিং সিস্টেম দ্বারা রান করেছে। সিরি অপশনে গিয়ে আপনাকে ভয়েস কমান্ড এর সাহায্যে বলতে হবে যে, হাই সিরি রিস্টার্ট মাই আইফোন।
এরপর একটি পপ আপ স্ক্রিন সামনে চলে আসবে। স্ক্রিন থেকে রিস্টার্ট অপশনে ট্যাপ করুন। এরপর ডিভাইসটি নিজে থেকেই বন্ধ হবে এবং পুনরায় চালু হবে। এভাবে বাটন কাজ না করলেও আইফোনটি সহজে রিস্টার্ট দিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।