আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পর্যবেক্ষণে আগ্রহী স্থানীয় সংস্থাগুলোর আবেদনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত সময় অনুযায়ী ২১ ডিসেম্বর আবেদনের শেষ দিন থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত সংস্থাগুলো আবেদন করতে পারবে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সময় বৃদ্ধির এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই প্রক্রিয়া শুরু করেছে নাসির উদ্দিন কমিশন।
ইসি জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী ইচ্ছুক সংস্থাগুলোকে তাদের নিজস্ব প্যাডে হার্ডকপি আবেদন জমা দিতে হবে। আবেদনে কোন কোন সংসদীয় আসনে পর্যবেক্ষণ করা হবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনের প্রাথমিক অনুমোদনের পর পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্র, এইচএসসি বা সমমানের সনদের ফটোকপি এবং নির্ধারিত অঙ্গীকারনামা (ফরম ইও-২ ও ইও-৩) জমা দিতে হবে।
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমতি পাওয়ার পরই কেবল সংস্থাগুলো ভোটকেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



