ঢাকা মেট্রোরেলে যাত্রীচাপ বৃদ্ধির কারণে সকাল ও রাতের সময়সূচি আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। আগামী মাস থেকে কার্যকর হওয়া এ সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন ছাড়বে এবং রাত সাড়ে ৯টায় শেষ ট্রেন চলবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, নতুন এ সময়সূচি আগামী মাস থেকে কার্যকর হবে। এর আগে শুক্রবার থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হবে।
বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী, এটি ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টার পরিবর্তে রাত সাড়ে ৯টায়।
অন্যদিকে, মতিঝিল থেকে এখন প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায়, যা নতুন সূচিতে ছাড়বে সকাল ৭টায়। সর্বশেষ ট্রেন বর্তমানে ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে, নতুন সূচিতে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। এভাবে শেষ ট্রেন উত্তরা পৌঁছাবে প্রায় রাত পৌনে ১১টার দিকে।
ডিএমটিসিএল আশা করছে, নতুন সূচি কার্যকর হলে মেট্রোরেলের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে। বর্তমানে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করে। নতুন সূচি চালু হলে যাত্রীর সংখ্যা ৫ লাখ ছাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।