বাড়িতে ঢুকে ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলায় চটেছেন বাইডেন

বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: হাতুড়ি দিয়ে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী মাথায় হামলার ঘটনাকে ‘ঘৃণ্য’ অ্যাখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি পল পেলোসি।

ফিলাডেলফিয়ায় সমাবেশে এ ঘটনা নিয়ে বাইডেন বলেন, এটা নিন্দনীয়। আমেরিকায় এ ধরনের ঘটনার জায়গা নেই। এখানে খুব বেশি সহিংসতা রয়েছে – রাজনৈতিক সহিংসতা।
বাইডেন
শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি হামলা চালায় এক আততায়ী। এতে মাথার খুলিতে আঘাত পান তিনি।

প্রথমে হামলাকারী ন্যান্সি পেলোসি’র খোঁজে বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে। পল পেলোসির ওপর হামলাকারী ন্যান্সি পেলোসিকে হামলার জন্য খুঁজছিল। হামলাকারী পল পেলোসির মুখোমুখি হয়ে কোথায় ন্যান্সি পেলোসি, কোথায় ন্যান্সি পেলোসি বলে চিৎকার করে। এরপরই পলের ওপর হামলা চালায়। তার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

এ ঘটনার সময় ন্যান্সি পেলোসি বাড়িতে ছিলেন না। প্রশাসনিক কাজে ওয়াশিংটনে ছিলেন তিনি। খবর পেয়েই ছুটে আসেন।

পল দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসক। তার অস্ত্রোপচারও হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে যা জানালো ইরান

Previous Article

ফ্রিজে মাছ, মাংস কতদিন রাখতে পারবেন

Next Article

মেসির জন্য যুদ্ধে যেতে রাজি মার্তিনেজরা