জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন জিম আক্তার নামে এক পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নিজ বাড়িতে বাবার মরদেহ রেখে নীলারাম স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নেন জিম। তার কেন্দ্র কুড়িগ্রাম সরকারি কলেজ।
জিম আক্তার কুড়িগ্রাম পৌর শহরের করিমের খামার এলাকার সদ্যপ্রয়াত মো. জুয়েল মিয়ার মেয়ে। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভার করিমের খামার গ্রামের জুয়েল মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রি। বুধবার তিনি রংপুরে কাজ করে রাত ১২টায় বাসায় ফেরেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। জিম ফজরের নামাজ পড়তে উঠে দেখেন বাবার রুম থেকে গোঙানির আওয়াজ আসছে। পরে তার ডাকাডাকিতে পরিবারের বাকি লোকজন উঠে দেখেন ততক্ষণে জুয়েল মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. সহিরন বেগম বলেন, জুয়েল মিয়ার আকস্মিক মৃত্যুতে তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নিয়েছে। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়া অবশ্যই অনেক কঠিন কাজ। মাগরিবের পরে জুয়েল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।