বাড়িতে মায়ের মরদেহ রেখে পরীক্ষা দিলেন দুই বোন

জুমবাংলা ডেস্ক: পরীক্ষা শুরু হওয়ার সাড়ে ৫ ঘণ্টা আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়। এরপর মায়ের মরদেহ বাড়িতে রেখেই এসএসসির দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছে দুই বোন।

আজ (২ মে) কক্সবাজারের টেকনাফের এজাহার বালিকা সরকারি বিদ্যালয় কেন্দ্রে সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন সাদেকা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। তারা দুজনই সাবরাং উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

আজ ভোর সাড়ে ৪টার দিকে তাদের মা আনোয়ারা বেগমের (৪৯) মৃত্যু হয়। সাদিয়া ও সাদেকা উপজেলার সাবরাং ইউনিয়নের খোয়াইছড়ি পাড়ার জহির আহমদের মেয়ে।

এদিকে মায়ের মরদেহ রেখে পরীক্ষা কেন্দ্রে আসা দুই বোনকে দেখতে এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। তাদের সান্ত্বনা দিয়ে কিছুটা মানসিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি।

সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা জানান, সকালে সাদিয়া ও সাদেকার মায়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে যাই। এরপর তাদের বুঝিয়ে সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখা হচ্ছে।