বাড়ি থেকে মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে গালিগালাজ, ভিডিও ভাইরাল
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেছেন মো. ফায়েজ মিয়া (৬৫) নামের এক পান দোকানদার। শুক্রবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী মো. ফায়েজ মিয়া পেশায় একজন পানের দোকানদার। তিনি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, নয় দিন আগে গজারিয়া ইউনিয়নের মানিকদি পুরানগাঁও এলাকার নিজ ঘর থেকে একটি স্মার্ট ও একটি বাটন মোবাইল চুরি হয়ে হয়। যার বাজার মূল্য সাড়ে ১৭ হাজার টাকা। এরপর গত শুক্রবার তিনি কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে মাইক ভাড়া করে চোরকে গালাগালি করছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী ফায়েজ মিয়া বলেন, আমি গরিব মানুষ; সামান্য পানের দোকানদার। আমার বসত ঘর থেকে চোরেরা দুটি মোবাইল চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই চুরি হওয়ার পর মাইক ভাড়া করে এনে ইচ্ছামতো চোরদের গালিগালাজ করেছি। কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না। খুব কষ্টেই আমি এ কাজ করেছি।
এ বিষয়ে গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার বলেন, এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে তাকে বলেছি থানায় চুরির ঘটনা সম্পর্কে অবগত করতে। এছাড়া তার চুরি হওয়া দুটি মোবাইল উদ্ধারের চেষ্টা করছেন বলে তিনি জানান।
ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, মানিকদি গ্রামে পান ব্যবসায়ীর দুটি মোবাইল ফোন চুরি ঘটনায় কোনো অভিযোগ আমি পাইনি। যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।