জুমবাংলা ডেস্ক : ঢাকা আন্তজার্তিক বাণিজ্যমেলায় ২৮তম আসরে এবার পাওয়া যাচ্ছে পাটের তৈরি নানা জিনিসপত্র। যেসব পণ্য দেখে মুগ্ধ হচ্ছেন মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা। সেইসঙ্গে সুলভমূল্যে এসব পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। অনেকটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আদলে করা হয়েছে পাটপণ্যের এবারের প্যাভিলিয়ন। এ কারণে ক্রেতাদের মনে আরও আগ্রহ তৈরি হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এক্সক্লুসিভ হোমটেক্সের প্যাভিলিয়নে গিয়ে এমনই চিত্র দেখা যায়। প্যাভিলিয়নে পাটের তৈরি স্কুলব্যাগ, কার্পেট, জুতা, ঘরের সাজসজ্জার বিভিন্ন জিনিসপত্র, ঝুড়ি, চুড়ি, ব্যাগসহ অসংখ্য পণ্য রয়েছে। এসব নিয়ে প্রতিবেদন করেছে জনপ্রিয় নিউজ পোর্টাল জাগো নিউজ।
পরিবার নিয়ে মেলায় এসেছেন জুয়েল হোসেন নামের এক ক্রেতা। কথা বলে তিনি বলেন, মেলায় প্রবেশ করে খাওয়া-দাওয়া করতে এ পাশে আসা হয়। এখানে এসে দেখি কুঁড়েঘরের মতো একটি বাড়ি। যেখানে পাটের তৈরি বিভিন্ন পণ্য রয়েছে। যা দেখে পুরোপুরি মুগ্ধ।
শাকিল আহমেদ নামের আরেক ক্রেতা বলেন, মেলাতে অন্যসব প্যাভিলিয়নের তুলনায় এখানে আমার চোখ আটকে গেছে। পাটের তৈরি পণ্যের দাম একটু বেশি হলেও টেকসই এবং পরিবেশের জন্য ভালো। তাই কিছু জিনিসপত্র কিনবো ভাবছি।
প্যাভিলিয়ন ইনচার্জ মুজাহিদ বলেন, পাটের তৈরি পণ্যে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ বেশি থাকে। কিন্তু এসব পণ্য সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তাই অনেকে কেনার সুযোগ হয় না। তবে মেলায় আগত ক্রেতারা বিশেষ ছাড় দিয়ে এসব পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। শুরু থেকেই আমরা ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি, শেষদিন পর্যন্ত এমনই সাড়া পাবো।
মেলার সার্বিক নিরাপত্তা এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণার্থে মেলাপ্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব নিয়োজিত থাকবে। এছাড়া সার্ভিস গেট ও ভিআইপি গেটের শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে। নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় মেলাপ্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ, পার্কিং এরিয়া এবং সংশ্লিষ্ট সব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে। এছাড়া মেলার প্রবেশপথে প্রয়োজনীয় সংখ্যক আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে যে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ফায়ার ব্রিগেড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।