বিনোদন ডেস্ক : গত বছরের ডিসেম্বরেই শেষ হয়েছিল ‘সাঁঝের বাতি: নতুন পৃথিবী’র সম্প্রচার। সামনেই রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন ধারাবাহিকের কাজ শুরু করতে চলেছেন দেবচন্দ্রিমা। তার আগে বেশ কিছুটা ফাঁকা সময় পয়েছেন অভিনেত্রী। যার ফলেই ব্যাগ পত্তর গুছিয়ে বেরিয়ে পড়েছন ঘুরতে। তবে কোথায় গিয়েছেন অভিনেত্রী সেটা অবশ্য গোপন রেখেন।
কিন্তু ঘুরতে গিয়ে বাথটবে সাদা ফেনায় ঢাকা নিজের একটি ছবি শেয়ার করেন দেবচন্দ্রিমা, ছবির ক্যাপশনে দেবচন্দ্রিমা জুড়ে দেন বিখ্যাত গান Aaaj Jane Ki Zid Na karo-র লাইন। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সাঁঝের বাতি ধারাবাহিকে দেবচন্দ্রিমার সহ অভিনেতা রিজওয়ান কমেন্ট করে লেখেন, “এরকম ছবি দেওয়া বন্ধ কর নয়তো এরকম ছবি আর তুলে দেব না।”
এতদিন সবাই ভাবছিলেন একাই সোলো ট্রিপে গিয়েছেন দেবচন্দ্রিমা। কিন্তু, দেবচন্দ্রিমার ছবিতে এই কমেন্ট করার পর বেশ বোঝা যাচ্ছে দেবচন্দ্রমির সঙ্গেই রয়েছেন রিজওয়ান। আর এই ছবিটি তিনিই তুলে দিয়েছেন দেবচন্দ্রিমাকে এমনটাই ধারণা নেটিজেনদের একাংশের।
৮০০ পর্ব ছুঁয়ে বন্ধ হয়ে গিয়েছে ‘সাঁঝের বাতি’(Sanjher Bati) ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মূল দুই চরিত্র চারু ও আর্য। অর্থাৎ দেবচন্দ্রিমা ও রিজওয়ান। এই ধারাবাহিক চলাকালীনই তাঁদের সম্পর্কের খবর ছড়ায় বিভিন্ন মহলে। তার আগে সায়ন্ত মোদক সঙ্গে সম্পর্কে ছিলেন দেবচন্দ্রিমা। একসঙ্গে মালদ্বীপেই গিয়েছিলেন সায়ন্ত ও দেবচন্দ্রিমা। তবে হঠাৎ সে সম্পর্কে ইতি টানেন তাঁরা।
প্রায় সাড়ে তিনবছর ধরে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন দেবচন্দ্রিমা এ রিজুওয়ান। সম্প্রতি দেবচন্দ্রিমা সঙ্গে তাঁর প্রেমিকের ব্রেকআপের নেপথ্য কারণ হিসেবে নিন্দুকেরা রিজুওয়ানের দিকেই আঙুল তুলেছেন। এই বিষয়ে দেবচন্দ্রিমা এই সময় ডিজিটাল’কে বলেছিলেন, “আমার ব্রেকআপের জন্যে অন্য কেউ দায়ী কেন হবে! ব্রেকআপের পিছনে অন্য কোনও মানুষ নয় অন্যান্য কারণ থাকে। তবে হেটার্সরা অনেকেই অনেক কিছু বলবে।
তবে আমার ও রিজওয়ানের ফ্যানের সংখ্যা হেটার্সদের তুলনায় বেশি তাই সেসব নিয়ে বেশি ভাবিনা, আমরা বন্ধু।” সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলের ধারে বসে আছেন দেবচন্দ্রিমা। বোঝাই যাচ্ছে সুইমস্যুটে পুলের জলে জলকেলি করার জন্য তৈরি দেবচন্দ্রিমা। তবে, বড় সাদা হ্যাট দিয়ে আড়াল করে রেখেছেন নিজেকে। দেবচন্দ্রিমার এই ছবিটি দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।