জুমবাংলা ডেস্ক : নড়াইল সদর থানার পাশে একটি ভাড়া বাসার বাথরুম থেকে এসআই মো. শফিউদ্দিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
বাথরুম থেকে পুলিশের এসআইয়ের লাশ উদ্ধার
নিহত শফিউদ্দিন সদর থানার অধীনে দুই নম্বর (পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে) বিটে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে ডিউটি শেষে তিনি বাসায় ফেরেন।
এসআই শফিউদ্দিনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চান্দুখালি গ্রামে। তার পরিবার গ্রামে থাকায় বাসায় একাই থাকতেন। ২০১৮ সালের ১৮ আগস্ট তিনি নড়াইল সদর থানায় যোগদান করেন।
সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ডিউটি করেছেন এসআই শফিউদ্দিন। এরপর বাসায় ফেরেন। বুধবার সকাল থেকে তার কোনো খোঁজ না পেয়ে দুপুরে বাসার দরজা ভাঙা হয়। এরপর বাথরুমে তার লাশ পাওয়া যায়। স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool