বিনোদন ডেস্ক : বলিউডে গুঞ্জন, তারা সুতারিয়া আবার প্রেমে পড়েছেন। আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর এবার তিনি নাকি পঞ্জাবি পপ গায়ক বাদশার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই খবরকে যেন মজা করেই নিশ্চিত করেছেন শিল্পা শেট্টি, বললেন—”বাদশা এখন দিনেও তারা গুনছেন!”
শুধু এই একটি কারণ নয়, সম্প্রতি গায়ক ওজন ঝরিয়ে ছিপছিপে! নিজেকে আমূল বদলে ফেলার পিছনে যে কারও হাত রয়েছে, এমন দাবি উঠে এসেছে প্রেমের গুঞ্জন থেকেই।
কী করে তারার জীবনে গায়ক পুরুষের আগমন? আদরের মন্তব্যে অপমানিত অভিনেত্রী এবং তাঁর মা সমাজমাধ্যমে ক্রমাগত প্রতিবাদ জানিয়েছিলেন। বিষয়টি থিতিয়ে যেতেই নতুন চর্চা, তারার জীবনে ‘ভিনদেশি তারা’ নাকি পঞ্জাবি পপ গায়ক! একটি রিয়্যালিটি শো-তে অতিথি বিচারক হয়ে এসেছিলেন শিল্পা। তিনিই ফাঁস করে দেন, বাদশা নাকি এখন হামেশাই গুনগুন করেন নব্বইয়ের দশকের জনপ্রিয় গান, ‘টন টনা টন টনটন তারা, চলতি হ্যায় ক্যয়া ন’ সে বারা!’
ব্যস, নড়েচড়ে বসে বলিউড। অভিনেত্রী যে এমনি এমনি বলেননি তার হাতেগরম প্রমাণও মেলে। শো-এর সেটে থাকা পর্দায় ভেসে ওঠে বাদশা-তারার আলিঙ্গনরত মুহূর্ত। গায়কের মুখ লজ্জায় লাল। তিনি প্রায় মাথা নিচু করে বসে। বাকিরা হইহই করে উঠেছেন। খবর জেনে অন্যতম বিচারক শ্রেয়া ঘোষাল উত্তেজনায় প্রায় উঠে দাঁড়িয়েছিলেন। শিল্পা তখনও বলে চলেছেন, “শো-তে আমরা নব্বইয়ের দশকের গান শুনছি। ও দিকে ‘জুড়য়া’ ছবির হিট গান বাদশার জীবনসঙ্গীত হয়ে উঠেছে।”
নতুন রোমান্স ও নাটকীয়তায় ভরপুর ওয়েব সিরিজ, যা মিস করা যাবে না!
অভিনেত্রীর অনুরাগীরা অবশ্য এ খবরে খুশি। তাঁদের মতে, এগিয়ে চলার নাম জীবন। তারা প্রথম প্রেমিকের অপমান ভুলতে পেরেছেন, এটাই যথেষ্ট। চুপ নেই নিন্দকেরাও। তাদের কটাক্ষ, “এ বার তারা সুতারিয়ার ‘টাইমপাস’-এর সময় এসেছে। দেখা যাক, তিনি কী করেন?”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।