Advertisement
জুমবাংলা ডেস্ক : বান্দরবানের রুমা-বগালেক রাস্তার মুনলাই থেকে রুমা বাজার আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুর্জয় বড়ুয়া (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মুনলাই থেকে রুমা বাজারে ফেরার পথে মোটরসাইকেল দ্রুতগতিতে চালালে নিয়ন্ত্রণ হারিয়ে রুমা খালের সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে গভীর খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম জানান, খাদ থেকে মুনলাই পাড়ার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছায়। সেখানে পৌঁছার পর কর্মরত চিকিৎসক মোহাম্মদ রেজওয়ান হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।