জুমবাংলা ডেস্ক : বান্ধবীর সামনে বীরত্ব দেখাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।
মারধরকারীর নাম সুজয় বসু (তমাল)। তিনি আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আব্দুল্লাহ আল মামুন রাজন।
রাজন বলেন, ক্যাম্পাসে আমার এক ছোট বোন এসেছিল। সে নতুন একটি ফোন কিনেছে। আমি তার ছবি তুলছিলাম। পাশেই ও (সুজয়) তার গার্লফ্রেন্ডের সঙ্গে উচ্চবাচ্চ করছিল। আমার সে দিকে লক্ষ্য ছিল না। হঠাৎ সে (সুজয়) জিজ্ঞাসা করে আমি ক্যাম্পাসের কি না। পরিচয় দিয়ে আমিও তার পরিচয় জানতে চাই। সুজয় নিজেকে আইন বিভাগের ছাত্র পরিচয় দিয়ে ধাক্কা দিতে থাকে এবং এক পর্যায়ে কিল-ঘুষি মারতে থাকে।
এ বিষয়ে তিনি (রাজন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেবেন বলেও জানান।
তবে অভিযুক্ত সুজয় বসু মারধরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, জয় ভাইয়ের (ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি) জন্মদিন উপলক্ষে আমি বসেছিলাম। মোমেন্টামের সামনে একজন ভাইয়া ও আপু অশ্লীলভাবে বসে ছিল। কিছুক্ষণ পর আমার কয়েকজন বান্ধবী আসে। বান্ধবীরা এটা দেখে দূরে যেয়ে বসে। আমি উঁচু গলাতে জিজ্ঞাসা করি তিনি ক্যাম্পাসের কি না। এরপর উনি রাগ দেখিয়ে আমার দিকে আসেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমরা প্রাথমিকভাবে ওই ছাত্রকে ফাস্ট এইড দেয়ার ব্যবস্থা করেছি প্রক্টরিয়াল টিম পাঠিয়ে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।