‘বাবরকে বড় ভাই হিসেবে বলছি, অধিনায়কত্ব ছেড়ে দাও’

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের করুণ অবস্থার দায় গিয়ে পড়েছে বাবর আজমের ওপর! ক্রিকেটপ্রেমী থেকে সাবেক ক্রিকেটাররা পর্যন্ত ভারত আর জিম্বাবুয়ের কাছে পরাজয়ের কারণ হিসেবে বলছেন বাবরের বাজে ক্যাপ্টেন্সিকে। তার একাদশ সাজানো আর বোলিং পরিবর্তন দুই ম্যাচেই সমালোচিত হয়েছে। তাই তাকে বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
বাবর
এআরএআই নিউজের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার কামরান আকমল বলেছেন, ‘যদি সে আমাকে বড় ভাই মনে করে, কিংবা পিসিবি আমার সঙ্গে পরামর্শ করতে চায়, তাহলে আমি বলব বাবর আজমকে বিশ্বকাপের পর পদত্যাগ করা উচিত।

আপনি যদি তার কাছ থেকে ২২ হাজার বা ২৫ হাজার রান আশা করেন, তাহলে তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে দিন। অন্যথায় সে খুব চাপে পড়বে এবং তার পারফরম্যান্স কমে যাবে।’

শুধু নেতৃত্ব নয়, ব্যাট হাতেও স্বস্তিতে নেই বাবর আজম। বিশ্বকাপে রান পাচ্ছেন না। আউট হচ্ছেন বাজেভাবে। দ্রুত ভেঙে যাচ্ছে ওপেনিং জুটি। কামরান তাই ‘ব্যাটার বাবর’কে বাঁচানোর আহ্বান জানিয়েছেন, ‘যদি বাবর আমার কথা মানে, তাহলে আমি মনে করি তার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করে বিরাট কোহলির মতো ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত। কারণ পাকিস্তানে তার মতো কোনো ব্যাটসম্যান নেই। তাকে দলের অধিনায়ক রাখলে ব্যাটার হিসেবে ভালো করতে পারবে না।’

কামরানের সুরে সুর মিলিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান বলেছেন, ‘আমরা বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছি। আপনি যদি একই ভুল পুনরাবৃত্তি করেন তবে এটি আপনার অভ্যাসে পরিণত হবে, হয়তো আপনি মনোযোগ দিতে পারবেন না। তিনি একজন শীর্ষ শ্রেণির ব্যাটার এবং একজন ভালো মানুষ। পৃথিবী সবার নেতৃত্বের গুণাবলি থাকে না। কামরান আকমল যেমন বলেছেন, তার অধিনায়কত্বে কোনো চমক নেই। আপনি যখন একটি দেশের অধিনায়ক হন তখন আপনাকে একজন নেতা হতে হবে। আপনাকে আপনার সীমা থেকে বেরিয়ে আসতে হবে।’