বিনোদন ডেস্ক: চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মা পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা গ্রামের অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মরহুম এম. এ. হক ফরাজির স্ত্রী শাহিদা হকের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জায়েদ খানের মা শাহিদা হককে তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উপজেলার সাপলেজার দক্ষিণ সোনাখালীতে জানাজা শেষে জায়েদ খানের বাবা মরহুম এম. এ. হক ফরাজির কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷
এর আগে সোমবার বাদ জোহর ঢাকার জাপান গার্ডেন সিটিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, পিরোজপুরের মাছিমপুর এলাকায় শহরের বাসস্থানের সামনে দ্বিতীয় জানাজা এবং সবশেষে পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজায় গ্রামের বাড়িতে।
জায়েদ খানের মা তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। চার সন্তানের মধ্যে ছোট ছেলে চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জায়েদ খান।
প্রসঙ্গত, জায়েদের মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে ও কিডনির সমস্যা নিয়ে রাজধানীর ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এম এ হক-শাহিদা দম্পতির চার সন্তানের মধ্যে বড় ছেলে শহীদুল হক পুলিশ কর্মকর্তা, মেজ ছেলে ওবায়দুল হক আইনজীবী, একমাত্র মেয়ে শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক এবং ছোট ছেলে জায়েদ খান চলচ্চিত্র অভিনেতা।
এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর জায়েদ খানের বাবা এমএ হক মারা যান।
‘ঝর্ণাকে নিয়ে ৮ হাজার টাকার প্যাকেজে রিসোর্টে ওঠেন মামুনুল হক’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।