জুমবাংলা ডেস্ক : বসত ঘর থেকে সৌদি প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তারের (২১) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ডের কমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে মা-বাবার বসত ঘরের সংযুক্ত বারান্দার একটি কক্ষে সবিনা আক্তার ঘুমান। সকালে সাবিনার বাবা ফুল মিয়া নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখেন মেয়ের কক্ষের দরজা খোলা। দরজা খোলা দেখে তার কক্ষে প্রবেশ করে দেখেন রক্তাক্ত বিছানায় মেয়ের নিথর দেহ পড়ে আছে। ফুল মিয়ার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে। সংবাদ পেয়ে কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।