সাতক্ষীরার শ্যামনগর মা-বাবার সামনে ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জলিলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার (৮) বুড়িগোয়ালীনি গ্রামের মো. হাবিবুল্লার মেয়ে।
নিহত শিশুর মা আমেনা খাতুন জানান, রবিবার সকাল থেকে স্বামীকে নিয়ে জলিলের মোড় এলাকায় রাস্তার পাশে বালু তোলার কাজ করছিলেন। মারিয়া আক্তার রাস্তার পাশে একা একা খেলা করছিল। এমন সময় উপজেলার ভামিয়া গ্রামের ভ্যানচালক সুশান্ত দ্রুত গতিতে মোটরভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে মারিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুদ হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ইঞ্জিনচালিত ভ্যানটি আটক জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।