নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বাবার কাছে মোটরসাইকেল দাবি করে না পেয়ে অভিমানে নূর মোহাম্মদ (২১) নামের এক যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১ জুন) বিকেলে উপজেলার ঈশ্বরপুর গ্রামের কোহিনুর মার্কেট এলাকা থেকে থানা পুলিশ নিহের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম।
নিহত নূর মোহাম্মদ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের সাইজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক সহকারি ছিলেন।
এসআই জানান, জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের সাথে কথা বলছি। দেখি তারা কি বলেন? পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই এসএই।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে নিহত নূর মোহাম্মদ বাবার কাছে বায়না ধরে করে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য। এ নিয়ে আজকে দুপুরেও বাবার সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করে না পেয়ে জানালা দিয়ে পরিবারের লোকজন দেখে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে পেঁচিয়ে নূর মোহাম্মদ ঝুলতে। পরে তাদের ডাক চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আশে এবং জাতীয় সেবা ৯৯৯-এ ফোন দেয়। ফোন পেয়ে ঘটনাস্থল থেকে কালীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।