স্পোর্টস ডেস্ক: এর আগে বহুবার জল্পনা ছিল। একের পর এক নকল ছবি শেয়ার হয়েছে। কখনও খবর ছড়ানো হয়েছে, আনুশকা শর্মা ও বিরাট কোহলির জীবনে আসছে নতুন অতিথি।
এর পর বিরাট বা আনুশকাকে সামনে এসে জানাতে হয়েছে, ব্যাপারটা মোটেও সত্যি নয়। তবে এবার সব সত্যি। বিরাট ও আনুশকা জীবনে সত্যিই আসছে নতুন একজন। আর এবার আর পরের মুখে ঝাল খেতে হবে না। কোহলি নিজেই স্ত্রীর ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন। আইপিএল শুরুর আগে কোহলি সুখবর জানালেন ভক্তদের।
২০১৭ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকার শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই স্পটলাইট-এর নিচে ছিল। সেলেব্রিটি কাপল হিসাবে তাদের জনপ্রিয়া আকাশছোঁয়া।
তবে বিয়ের কয়েক মাস পর থেকেই আনুশকার গর্ভবতী হওয়ার জল্পনা শুরু হয়ে যায়। একাধিকবার বিরাট বা আনুশকাকে সামনে এসে সেই সব ফেক নিউজ এর মোকাবিলা করতে হয়েছে।
একটা সময় আনুশকা বিরক্ত হয়ে বলেছিলেন, সন্তানের মা হওয়াটা গর্বের। এমন খবর তিনি বা বিরাট, কেউই লুকিয়ে রাখবেন না। বরং সত্যিই তাদের জীবনে নতুন অতিথি এলে তারা আনন্দের সঙ্গে সেই খবর প্রচার করবেন। কথা রেখেছেন কোহলি ও আনুশকা।
এ দিন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে আনুশকা বেবি বাম্প-এর ছবি পোস্ট করে বিরাট সুখবর দিয়েছেন।
তথ্যসূত্র: জিনিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।