
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে।
Advertisement
এনিয়ে বাফুফের দুজন কর্মকর্তা কোভিড-১৯ পজিটিভ হলেন। এর আগে বুধবার জানা যায়, বাফুফের নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান বাবুল করোনা পজিটিভ হয়েছেন।
বাবুল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে শওকত আলী খান জাহাঙ্গীর নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
শওকত আলী খান জাহাঙ্গীরের দ্রুত আরোগ্য কামনায় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফে’র সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকলের নিকট দোয়া কামনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।