জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন নির্বাচনে (২০২২-২০২৪) হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া সভাপতি এবং গ্রীনলাইফ ন্যাচারাল হেলথকেয়ার (আয়ুর্বেদিক) এর সত্ত্বাধিকারী ডা. মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন।
একই সঙ্গে তাদের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা ‘সম্মিলিত আয়ুর্বেদ পরিষদ’ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।
আয়ুর্বেদ শিল্প মালিকদের এ সংগঠনে এবার ভোটার সংখ্যা ছিলো ১১২টি। সভাপতি হিসেবে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ৩৭ ভোট।
সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ডা. মো. মিজানুর রহমান পেয়েছেন ৬৪ ভোট আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. একরামুল হক খান পেয়েছেন ৪১ ভোট। অন্যান্য পদে বিজয়ীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মো.নুরুল হোসেন, দু’জন সহসভাপতি যথাক্রমে মো. ফজলুর রহমান ও ডা. মো. নাসির উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মো.ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক ডা. মো. নুরুল হক খলিফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবুল হাসান, গবেষণা উন্নয়ন ও বৈদেশিক সম্পাদক এস এম রুবেল তালুকদার, বিভাগীয় প্রধান হিসেবে মো. আকরাম হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. মঈন উদ্দিন রুবেল, মোবারক হোসেন, আনন্দ কুমার প্রামাণিক, সুশীল চন্দ্র সরকার; নির্বাহী সদস্য হিসেবে এ বি এম জাহাঙ্গীর, রাজীব সিংহ, মো.মিজানুর রহমান, শাহ মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং মো. জাকির হোসেন।
জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর রাজধানীর বাংলামোটরে হামদর্দ এর প্রধান কার্যালয়ের মিলনায়তনে এক তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে নবনির্বাচিত সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘‘আয়ুর্বেদিক-ইউনানী চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং জনপ্রিয়। এই খাতের সেবা সকল মানুষের কাছে পৌঁছানোই এখন সবচেয়ে জরুরি বিষয়। আমরা কোনো ভেদাভেদ না করে আয়ুর্বেদ শিল্পকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবো।’’
এই শিল্পের অগ্রগতির জন্য প্রয়োজনীয় উদ্যোগ বিজয়ী প্যানেল গ্রহণ করবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন রাসেল, বামা’র বিদায়ী সভাপতি শিবব্রত রায়, সাবেক ভাইস প্রেসিডেন্ট সবুর খান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ধর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এবং নির্বাচন সমন্বয়ক মোস্তফা নওশাদ জাকী।
অনুষ্ঠান উপস্থাপনা করেন হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক ক্রয় সাইফউদ্দিন মুরাদ, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা’র অধ্যক্ষ হাকীম আ খ মাহবুবুর রহমান সাকী।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া রোববারও দিনভর হামদর্দের প্রধান কার্যালয়ে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’কে বহুবর্ণিল ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।