Views: 127

খেলাধুলা ফুটবল

বার্সায় মেসির ভবিষ্যত নিয়ে যা বললেন কোম্যান


স্পোর্টস ডেস্ক : আবারো আলোচনায় লিওনেল মেসির দলবদল। মৌসুম শুরুর আগে যেটি শুরু হয়েছিল, দিনেদিনে সেটি যেন আরো মাথাচাড়া দিয়ে উঠছে! সম্প্রতি বার্সেলোনা নিয়ে নিজের বিরক্তির কথা স্পষ্টই জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। বলেছেন, ক্লাবের সব দোষ কাঁধে নিতে নিতে তিনি ক্লান্ত।

এর মানে, ক্লাবটা ছাড়তে পারলেই যেন বাঁচেন তিনি!

কেন এমন হচ্ছে? মেসিই বা কেন ক্লাব ছাড়তে চাইছেন? স্পষ্ট জানা না থাকলেও, আঁচ করতে পারেন তার কোচ রোনাল্ড কোম্যান। সাম্প্রতিক ঘটনায় মেসির পাশে দাঁড়াচ্ছেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, দলের সেরা তারকার আরো বেশি সম্মান প্রাপ্য, যেটি তিনি পাচ্ছেন না।


কোম্যান বলেন, কেন লিও এতোটা বিরক্ত সেটি আমি বুঝতে পারি। সে দীর্ঘ সফর করে ফিরেছে এবং তাৎক্ষণিকভাবে তাকে এমন প্রশ্ন করাটা মোটেও সমীচীন ছিল না। ওরা হয়তো বিতর্ক তৈরির উদ্দেশ্যেই এমনটা করেছে। আমি কিন্তু ড্রেসিংরুমে গ্রিজম্যান এবং মেসির মধ্যে কোন সমস্যা দেখিনা। ট্রেনিংয়েও ওরা বেশ মনোযোগী। এটা রীতিমতো বুলশিট একটা তথ্য যে, ওদের মধ্যে ঝামেলা আছে।

তবে বার্সেলোনায় মেসির ভবিষ্যত নিয়ে অনিশ্চিত কোম্যান।

তিনি বলেন, ওর এখনো চুক্তি আছে এবং আমার মতে, তার এখানে থাকতে হবে। তবে তাকে এখানে থাকতে বলা কিংবা রাখার চেষ্টা করার লোক আমি নই। এখন পর্যন্ত সে বার্সেলোনার ফুটবলার। আমরা দেখবো ভবিষ্যতে কি হয়। কেউই জানেনা, মেসির জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে!

দলে মেসির প্রয়োজনীয়তা যে কতটুকু, সেটিও বুঝিয়ে দিলেন কোম্যান। বললেন, সে বিশ্বসেরা ফুটবলার এবং তার বিকল্প এখনো তৈরি হয়নি। অযথা বিতর্ক তৈরি না করে তাকে তার মতো করে থাকতে দেয়াই উচিত।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

প্রথম দেখাতেই সুন্দরী ক্রিস্টিনার প্রেমে পড়েন ম্যারাডোনা

rony

হেরেই গেল রিয়াল মাদ্রিদ

globalgeek

‘বাবর আমাকে গর্ববতী করেছিল, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল’

Sabina Sami

বাবার মতো বিশাল প্রাসাদ আর অর্থকড়ি আমার দরকার নাই : ম্যারাডোনার ছেলে

Sabina Sami

ম্যারাডোনাকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সাবেক ফুটবলার

Saiful Islam

৩ রান করা সাকিবের অনন্য কীর্তি!

Shamim Reza