স্পোর্টস ডেস্ক: সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড ফেরান তোরেস। বার্সেলোনার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। করোনার ধাক্কায় আর্থিকভাবে বিপর্যস্ত কাতালান জায়ান্টরা ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ৫৫ মিলিয়ন ইউরো ব্যয় করেছে বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন তোরেস।
গত ভ্যালেন্সিয়া থেকে সিটিতে যোগ দেবার পর সব ধরনের প্রতিযোগিতায় ৪৩ ম্যাচে তোরেস করেছেন ১৬ গোল। কিন্তু পায়ের ইনজুরির কারনে অক্টোবরের পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। ম্যানচেস্টার থাকাকালীন সিটির জার্সি গায়ে তোরেস প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা জেতা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন।
গত সপ্তাহে সিটি ম্যানেজার পেপ গার্দিওলা তোরেসের ক্লাব ছাড়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। আরেক সাবেক সিটি স্ট্রাইকার সার্জিও এগুয়েরো সম্প্রতি ফুটবলকে বিদায় জানানোর পর বার্সেলোনার সেই শুন্যস্থান তোরেসকে দিয়ে অনেকটাই পূর্ণ হবে। চলতি মাসের শুরুতে শারীরিক অসুস্থতার কারনে সিটির সর্বোচ্চ গোলদাতা এগুয়েরো মাত্র একমাস বার্সেলোনায় থাকার পর ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নেন।
২০ বছরের মধ্যে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বার্সেলোনা। এখন লা লিগা টেবিলের সপ্তম স্থানে থাকা দলটি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে লড়াই চালিয়ে যাচ্ছে।
এর আগে আর্থিক ক্ষতির কারনে লিওনের মেসির মত সুপারস্টারকে পিএসজির কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বার্সোলোনা। গত মৌসুমে কাতালান জায়ান্টরা রেকর্ড ৪৮১ মিলিয়ন ইউরো ক্ষতি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।