আড়াই বছর পর নিজস্ব দুর্গ ক্যাম্প ন্যুতে ফিরেই জয় তুলে নিলো বার্সেলোনা। লা লিগার ম্যাচে আতলেতিক বিলবাওকে ৪–০ গোলে হারিয়ে ঘরে ফেরা রাঙিয়ে তুলেছে কাতালান ক্লাবটি। এ জয়ে অন্তত সাময়িকভাবে হলেও পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জাভির দল।

১৩ ম্যাচে ১০ জয় ও ৩১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সা উঠে এসেছে এক নম্বরে। সমান পয়েন্ট নিয়ে পিছিয়ে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আগামীকাল এলচের বিপক্ষে হার এড়াতে পারলেই ফের শীর্ষস্থান ফিরে পাবে রাজধানির ক্লাবটি।
স্টেডিয়াম সংস্কার কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তাই ক্যাম্প ন্যুর গ্যালারি অর্ধেকেরও কম দর্শকের জন্য উন্মুক্ত ছিল। প্রায় ৪৫ হাজার দর্শক মাঠে বসে এই প্রত্যাবর্তনের সাক্ষী হন। আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে দেওয়া হলে ধারণক্ষমতা পৌঁছাবে ১ লাখ ৫ হাজারে।
ম্যাচের মাত্র ৪ মিনিটেই রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফেরান তোরেস ব্যবধান বাড়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিট) স্কোরলাইন ৩–০ করে দেন তরুণ ফেরমিন লোপেজ। নির্ধারিত সময় শেষে (৯০ মিনিট) ফেরান তার ব্যক্তিগত জোড়া গোল পূর্ণ করে দলের চতুর্থ গোলটি করেন।
ম্যাচের ৫৪ মিনিটে মিডফিল্ডার সানচেত ফেরমিনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে বিলবাওকে বাকি সময়টা ১০ জন নিয়ে খেলতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



