Views: 34

বরিশাল বিভাগীয় সংবাদ

বাল্যবিয়ের অপরাধে বর-শ্বশুর ও কাজী কারাগারে

ফাইল ছবি
জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীতে বাল্যবিয়ের অপরাধে বর ও কাজীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী কন্যার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- বর মো. মান্না (২৩), বাল্যবিয়ের শিকার স্কুলছাত্রীর বাবা মো. সবুজ (৩৫) ও কাজী মো. সিরাজুল ইসলাম (৬৫)।

পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের মৃত জামাল চৌকিদারের ছেলে মান্নার সঙ্গে একই ইউনিয়নের আরজবেগী গ্রামের সবুজের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে হচ্ছিল। বিষয়টি টের পেয়ে দশমিনা থানা পুলিশ রোববার রাতে আরজবেগী গ্রামের বিয়েবাড়ি থেকে কাজী মো. সিরাজুলসহ বর মান্না ও কনের বাবা সবুজকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে আটক করে।

পরে সোমবার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ওইদিন দুপুরেই তাদের আদালতে নিলে বিচারক তিন জনকেই জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দশমিনা থানার ওসি জসিম উদ্দিন জানান, বাল্যবিয়ে দেয়ায় ৩ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

কালীগঞ্জে ইউপি নির্বাচন: রাত পেরোলেই ৬ ইউনিয়নে ভোট

rskaligonjnews

ভোলায় অত্যাধুনিক `মহিষের কিল্লা’ স্থাপন

mdhmajor

বাবার আগে জন্ম নিলো ছেলে!

Shamim Reza

চট্টগ্রামে শহরের চেয়ে গ্রামে করোনায় আক্রান্ত বেশি

mdhmajor

রাজশাহীতে ধসে পড়েছে বহুতল ভবন

Shamim Reza

আশুলিয়ায় বিদেশী পিস্তল ও গুলিসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Shamim Reza