জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় মেয়ের বাবা ও বরের ভাইকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
আজ শনিবার রাউজানের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মেয়ের বাবা আতাউর রহামন (৬৫) ও বরের ভাই ওমার ফারুক (৩৫)।
জানা যায়, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতাউর রহমানের মেয়ে এবং নোয়াপাড়া মিয়া আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ইসরাত জাহানের (১৫) সঙ্গে বোয়াল খালী থানার বাসিন্দা ও মসজিদের ইমাম মাওলানা হুমায়ন কবিরের (৩০) বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার তাদের মেহেদী অনুষ্ঠান শেষ হয়। আজ বিয়ে হওয়ার কথা ছিল।
এ বিষয়ে রাউজানের ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দিয়েছি। অভিভাবকদের ২০ হাজার টাকা জরিমানা করেছি। মেয়েটির ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়েছেন অভিভাবকরা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।