বিনোদন ডেস্ক: যশোরের কেশবপুরে বসতবাড়ির ছাদের ওপর গরুর খামার করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। তৃতীয় তলা ভবনের ছাদের ওপর অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়েছে খামারটি। ছাদে গরু ওঠানামা করানোর জন্য নিজস্ব পদ্ধতিতে করা হয়েছে লিফটের ব্যবস্থা। এরই মধ্যে প্রথম পর্যায়ে ওই খামারের ১২টি গরু বিক্রি করে চার লাখ টাকা লাভ করেছেন তিনি।
নজরুল ইসলাম কেশবপুর পৌরসভার ভোগতী মাঠপাড়া এলাকার বাসিন্দা। ৬ শতাংশ জমির ওপর তাঁর বসতবাড়ি। শখ ছিল গরু পালনের। শহর এলাকায় জমির দাম বেশি এবং নিরাপত্তার কথা চিন্তা করে ২০২২ সালে বসতবাড়ির ছাদে গরুর খামার করার পরিকল্পনা নেন। এক হাজার ৫০০ বর্গফুট ছাদের চারপাশে দেন লোহার রেলিং। অর্ধেক দেয়াল করে নেটের মাধ্যমে ঘিরে দিয়েছেন চারপাশ। ওপরে রয়েছে টিনের ছাউনি। ১২টি গরুর জন্য রয়েছে আলাদা খাবারের পাত্র। এ ছাড়া গরুর জন্য ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে। ভবনের সামনের অংশে নিজস্ব পদ্ধতিতে লিফট তৈরি করে ওই গরু ওঠানামা করানো হয়।
গরুর খামারি নজরুল ইসলাম বলেন, বসতবাড়ির তৃতীয় তলার ছাদে ২০২২ সালে ১২টি দেশি প্রজাতির গরু নিয়ে খামার তৈরি করেন। ছাদে গরু পালনের জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে খামারটি তৈরি করা হয়েছে। গরু লালন-পালনের জন্য একজন কর্মচারী রাখা হয়েছে। ছয় মাস লালন-পালনের পর প্রথম পর্যায়ে ওই খামারের ১২টি গরু বিক্রি করেছেন। বর্তমানে তাঁর খামারে রয়েছে ১১টি দেশি ও একটি ভারতের শাহিওয়াল জাতের গরু। আগামী কোরবানির ঈদে দ্বিতীয় পর্যায়ে ওই গরু বিক্রি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।