
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রণবীর সিং ভারতের হয়ে ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের জীবনী অবলম্বনে ‘৮৩’ ছবিতে অভিনয় করছেন। আর এ ছবির ইউনিট একটি বাসে করে যচ্ছিল। এ বাসেই ‘৮৩’ ছবির সহ-অভিনেতা যতীন স্বর্ণকে চুমু দিয়ে বসেন রণবীর। যতীনও বাধা না দিয়ে তাল মেলান রণবীরের সঙ্গে। আর এ পুরো ঘটনাটি ভিডিও করেন ছবিটির অপর অভিনেতা।
যিনি ভিডিও ধারণ করেছিলেন তিনি ওই ‘চুমু’ দেখে এতটাই বিহ্বল হয়ে পড়েন যে নিজেই বলে ফেলেন, ‘ইয়ে বহত ধামাকাদার হ্যয়, ফোন হিল গয়া’। আর এ কথা শুনে হাসির রোল ওঠে পুরো টিম বাসে।
চুমু খাওয়ার পর স্ত্রীর কথা ভুলে যাননি রণবীর। তিনি তখন যতীনকে বলেন, ‘এত ভালবাসা! তোমার বৌদি (দীপিকা) দেখছে কিন্তু।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


