Advertisement
স্পোর্টস ডেস্ক : বাস্কেটবলের ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আগামী ১৫ ই সেপ্টেম্বর বেইজিংয়ের উকেসং স্পোর্ট এরিনা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীনে অনুষ্ঠিত হওয়া এবারের বাস্কেটবল বিশ্বকাপের সেমিফাইনালে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
এই ম্যাচে স্পেনের হয়ে সর্বোচ্চ ৩৩ বার বল জালে ঢুকান মার্ক গ্যাসল এবং রিকি রুবিও এ্যাসিস্ট করেন ১২ পয়েন্ট। অন্যদিকে আরেকটি সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করে। ফাইনাল স্কোরঃ স্পেন ৯৫-৮৮ অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ৮০-৬৬ ফ্রান্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।